January 3, 2026 8:02 PM

printer

ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ‘ইসিআই নেট’ অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে।

ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ‘ইসিআই নেট’ অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে। তার আগে কমিশন ভোটারদের কাছ থেকে সরাসরি মতামত জানতে চেয়েছে। নাগরিকদের ইসিআইনেট অ্যাপ ডাউনলোড করে ‘সাবমিট আ সাজেশন’ অপশনের মাধ্যমে ১০ জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে।  নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসিআইনেট অ্যাপের ট্রায়াল ভার্সনে ইতিমধ্যেই একাধিক নতুন সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ভোটার পরিষেবা আরও উন্নত হওয়ার পাশাপাশি ভোটের হার সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি ভোটগ্রহণ শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই ইনডেক্স কার্ড প্রকাশের সুবিধা থাকছে, যা আগে সম্পন্ন হতে সপ্তাহ কিংবা মাস লেগে যেত। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ এবং সাম্প্রতিক উপনির্বাচনে পরীক্ষামূলকভাবে এই অ্যাপ ব্যবহার করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।