ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয় বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে যুক্ত থাকে। কয়েকটি রাজনৈতিক দল ও কয়েকজন ব্যক্তি যেভাবে আগের নির্বাচনে ভোটার তালিকায় কথিতভাবে ভুল ত্রুটির অভিযোগ তুলেছে, তারও সমালোচনা করেছে কমিশন। ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো বিষয়ে সঠিক সময়ে তুলে ধরা জরুরী বলেও বিবৃতিতে জানানো হয়েছে। যদি নির্ধারিত সময় কমিশনের কাছে পৌঁছে দেওয়া হত, তাহলে ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও-রা নির্বাচনের আগে সেগুলি যাচাই করে দেখতে পারতেন।
Site Admin | August 17, 2025 9:52 AM
ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয় বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে।
