ভোটার তালিকায় বেআইনীভাবে নাম তোলার অভিযোগে চিহ্নিত চার আধিকরিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে ৭২ ঘন্টার মধ্যে মুখ্য সচিবের কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে ঐ চারজনের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলার সম্পূর্ণ নথি কমিশনে জমা দিতে হবে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া ঘিরে অনিয়মের অভিযোগে বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সুপারিশ করেছিল কমিশন। সেই অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাধ্যতামূলক পরামর্শ করার নিয়ম মানা হয়নি বলে প্রাথমিকভাবে মত কমিশনের। এমনকি একজন আধিকারিককে বেকসুর খালাস এবং আরেকজনকে সামান্য শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হলেও, তা কমিশনের অনুমোদন ছাড়াই কার্যকর করা হয়েছে বলে অভিযোগ।