ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR নিয়ে আজ বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিকেল ৫ টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নিয়েছেন ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও।
এদিকে, সবকটি জেলার নির্বাচনী আধিকারিকদের আজকের মধ্যে SIR ফর্ম বণ্টনের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বৈঠকে নিখোঁজ ভোটার এবং মৃত ভোটারদের তালিকা তৈরি করতে গিয়ে যে ধরণের সমস্যাগুলি উঠে এসেছে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। বুথ লেভেল অফিসারদের তরফ থেকে ওঠা একাধিক অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এদিকে, আজ সন্ধ্যা ৬-টা পর্যন্ত রাজ্যে ৭ কোটি ৫৫ লক্ষ এন্যুমারেশন ফর্ম বন্টন করা হয়েচে বলে জানা গেছে।
এদিকে SIR এর কাজে ডেটা এন্ট্রি না করার দাবীতে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন BLO দের একাংশ। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ডেটা এন্ট্রির প্রশিক্ষণ শিবির চলাকালীন স্লোগান দিতে দিতে শিবির ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। বিএলওদের অভিযোগ, দিনের পর দিন বাড়তি চাপ দেওয়ার ফলে তাঁদের স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে। এতো দ্রুত প্রশিক্ষন নেওয়া সম্ভব নয় বলে অভিযোগ তুলে হাওড়ার টিকিয়াপাড়ার প্রশিক্ষন কেন্দ্রে বিক্ষোভ দেখান বিএলও-রা। মুর্শিদাবাদের কান্দি-তেও বিক্ষোভ দেখিয়েছেন BLO-দের একাংশ।