ভোটার তালিকায় বিশেষ নীবিড় সংশোধনী SIR-এ কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আজ ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন।
দু’দিনের সফরে রাজ্যের SIR প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন সিনিয়র উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের চার সদস্যের প্রতিনিধিদল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার, ERO, AERO সহ আধিকারিকরা। রাজ্যের তরফে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী প্রমুখ। বৈঠকে মূলত বুথ লেভেল অফিসারদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে যেভাবে SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পশ্চিমবঙ্গেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে। সিনিয়র উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠক শেষে স্পষ্ট বার্তা দেন— কমিশনের নির্দেশ মেনে চলতে হবে। অন্যথা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের। তবে নির্বাচন কমিশন নিজস্ব নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।
দু’দিনের সফর শেষে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল দিল্লি ফিরে গেলেও, এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে তা স্পষ্ট করেনি কমিশন।
এদিকে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর নামে রাজ্যে এন আর সি প্রয়োগের চক্রান্ত চলছে বলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন।