ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী এস আই আর সুষ্ঠু ভাবে পরিচালনার ক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি বিভিন্ন রাজ্যে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ অভিযোগ করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, দেশে অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্যে এস আই আর জরুরি।
বুথ লেভেল আধিকারিক বি এল ও দের নিয়ে কংগ্রেস নেতা , ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারির বিতর্কিত মন্তব্য সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে শ্রী ত্রিবেদি, এই ধরণের মন্তব্য নিয়ে কেন কোন সমালোচনা হবেনা – সেই প্রশ্ন তোলেন।
অন্যদিকে , পশ্চিমবঙ্গে বুথ স্তরের এক এজেন্ট বি এল এর, বুথ লেভেল আধিকারিক বি এল ও কে হুমকির অভিযোগ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র বলেন, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানারজি বারবার এস আই আর নিয়ে প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন, যা এই ধরনের কাজে আরও ইন্ধন যোগাচ্ছে ।