ভোটার তালিকায় বিশেষ নিবির সংশোধনী-এসআইআর নিয়ে পরিকল্পিতভাবে তৃনমূল কংগ্রেস মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আজ বি
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে সকলকে সঙ্গে নিয়েই তাঁর দল এগিয়ে জেতে চায়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দক্ষিণ দিনাজপুরেও জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তি৯নি বলেন, কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েদের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করেন তিনি।