ভোটার তালিকায় বিশেষ নিবিঢ় সংশোধন SIR –এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার পাঁচশোরও বেশি বুথের, ‘বুথ লেভেল আধিকারিক’-BLOদের নিয়ে বৈঠক করবেন।
গতকাল উত্তর ২৪ পরগণার রাজারহাট জেলা পরিষদ অডিটরিয়ামে তাঁরা রাজারহাট–নিউটাউন এবং রাজারহাট–গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্ত সব আধিকারিক ও বিএলও-দের নিয়ে বৈঠক করেন। এরপর জেলাশাসকের দপ্তরে ERO এবং AERO-দের সঙ্গে পৃথক বৈঠক হয়।
পরে বারাসতে উত্তর ২৪ পরগণার ৩২ টি বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-সহ ভোটের কাজে যুক্ত সব আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে বাকি সমস্ত জেলার জেলাশাসক, ERO ও AERO-দের সঙ্গে বৈঠক করেন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। সেখানে আগামী সাত দিনের মধ্যে SIR এর প্রস্তুতিতে রাজ্যের ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেন তিনি।
২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তিবর্ষ ধরে ২০২৫ সালের তালিকার সঙ্গে ভোটারদের অস্তিত্ব যাচাইয়ের কাজ অনেক জেলাতেই মন্থরগতিতে চলার অভিযোগ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজি সীমা খান্না বৈঠকে স্পষ্ট জানান, BLO-দের প্রযুক্তি নির্ভরতা এখনও সন্তোষজনক নয়। দ্রুত প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।