ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের লোকসভা ও রাজ্যসভা আজকের মত মুলতুবি ঘোষণা করা হয়। আগামী সোমবার সকাল ১১ টায় আবার সংসদ বসবে।
এদিকে, সকাল ১১টায় সংসদের উচ্চকক্ষের অধিবেশন বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, শূণ্যকাল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিহারে এস আই আর এবং অন্যান্য বিষয়ে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন। হরিবংশ বলেন, চারটি বিভিন্ন ইস্যুতে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে ২১টি মুলতুবি প্রস্তাব তাঁর কাছে এসেছে। যার মধ্যে ১১টি বিষয় বিচারাধীন রয়েছে। নিয়ম অনুযায়ী বিচারাধীন বিষয় আলোচনার জন্য উত্থাপন করা যায় না। হৈ হট্টোগোলের মধ্যে সভার কাজ বেশ কয়েকবার মুলতুবি করে দিতে হয়।