মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 12, 2025 3:26 PM

printer

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় বাতিল হয়।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এস আই আর সহ নানা ইস্যুতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় বাতিল হয়। রাজ্যসভা দুপুর দুটো এবং লোকসভা দুপুর তিনটে পর্যন্ত মুলতুবি হয়ে গেছে।

সকাল ১১টায় সংসদের উচ্চকক্ষের অধিবেশন বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, শূণ্যকাল চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু  বিহারে এস আই আর এবং অন্যান্য বিষয়ে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন। হরিবংশ বলেন, চারটি বিভিন্ন ইস্যুতে একাধিক রাজনৈতিক দলের কাছ থেকে ২১টি মুলতুবি প্রস্তাব তাঁর কাছে এসেছে। যার মধ্যে ১১টি বিষয় বিচারাধীন রয়েছে। নিয়ম অনুযায়ী বিচারাধীন বিষয় আলোচনার জন্য উত্থাপন করা যায় না। বারংবার তিনি উত্তেজিত সদস্যদের নিজেদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও তা বিফলে যায়। হৈ হট্টোগোলের মধ্যে সভার কাজ দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেন তিনি।

এদিকে, লোকসভায় আজ দিনের শুরুতেই বিরোধীরা এস আই আর নিয়ে আলোচনার দাবী জানান। চীতকার চেঁচামেচির মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই সভা প্রথমে বেলা বারোটা এবং পরে দুপুর তিনটে পর্যন্ত মুলতুবি হয়ে গেছে।