মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 5, 2025 5:47 PM

printer

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী- SIR নিয়ে বিরোধীদের হই হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মত মুলতুবি হয়ে গেছে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী- SIR নিয়ে বিরোধীদের হই হট্টোগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যহত। লোকসভা ও রাজ্যসভা দুটি অধিবেশনই প্রথমে বেলা দুটো  ও তার পর দিনের মোট মুলতুবি করে দিতে হয়।

বিরোধী দলগুলি SIR ইস্যুতে অবিলম্বে আলোচনার দাবীতে সরব হন।

 লোকসভা বসার পরপরই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, DMK সহ বিরোধী দলগুলি ওয়েলে নেমে স্লোগান দিতে থাকে। হই হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভরত সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে সভার কাজে ব্যাঘাত ঘটাতে চাইছেন। তাঁদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে উপযুক্ত নয়। এরপরেও হই হটতোগোল চলতে থাকলে অধ্যক্ষ তখন বেলা ২’ট পর্যন্ত সভা মুলতুবি করে দিতে বাধ্য হন।

মুলতুবির পরে অধিবেশন আবারো বসলে বিরোধী দলগুলি স্লোগান দিতে দিতে অধ্যক্ষের আসনের সামনে সমবেত হন। প্রিসাইদিং অফিসার তখন জানান, সরকার যে কোন ইস্যুতেই আলোচনার জন্যে প্রস্তুত। সংসদীয় রীতি অনুসারে বিক্ষোভরত সদস্যদের আচরণ উপযুক্ত নয় বলেও উল্লেখ করেন তিনি। তুমুল শোরগোলের মধ্যেই  গোয়ায় বিধানসভা নির্বাচনী এলাকার জন্য তপশীলি উপজাতির প্রতিনিধিত্ব সংক্রান্ত পুনঃ সংশোধনী  বিল লোকসভায় পাস হয়। তারপরেও প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকলে দিনের মত অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

 রাজ্যসভাতেও SIR ইস্যুতে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। উপাধ্যক্ষ হরিবংশ,  বারবার সভায় ব্যাঘাত ঘটানোর জন্য উদ্বেগ প্রকাশ করেন। এরপরেও বিশৃঙ্খলা চলতে থাকলে, তিনিও বাধ্য হয়ে সভা মুলতুবি রাখার কথা ঘোষণা করেন।   

 ২ টর পরে সভা আবার মিলিত হলে বিরোধীরা একই দাবীতে অনড় থাকেন। হই হট্টগোলের মধ্যেই মণিপুরে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ ১৩ ই অগাস্ট থেকে আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাব ধ্বনি ভোটে গৃহীত হয়। কিন্তু তারপরেও পরিস্থিতি অপরিবর্তিত থাকায় উপাধ্যক্ষ দিনের মত অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।