মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 30, 2025 11:48 AM

printer

ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে সংশ্লিষ্ট বিধি নিয়ম মানা হয়নি বলে জানিয়ে জেলার DEO–কে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর

ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে সংশ্লিষ্ট বিধি নিয়ম মানা হয়নি- বলে জানিয়ে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক বা DEO–কে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। CEO মনোজ আগরওয়ালের পাঠানো চিঠিতে এই গাফিলতির জন্য দুই নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ERO-র বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে। গত এক বছরে যেসব নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তা’ যথাযথভাবে করা হয়েছে কিনা, সেদিকটি খতিয়ে  দেখার জন্য বরিষ্ঠ আধিকারিকদের দিয়ে দল গঠনের নির্দেশ’ও দিয়েছেন তিনি। তালিকায় সংশোধন, সংযোজন ও বিয়োজনের কাজে ক্যাসুয়াল, দৈনিক মজুরীপ্রাপ্ত কর্মীদের কাজে লাগানো যাবে না।

১৪’ই আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।