ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবী নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। সামাজিক মাধ্যমের এক ফ্যাক্ট চেক পোষ্টে নির্বাচন কমিশন, এ ধরণের অভিযোগকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জানিয়েছে, শ্রী গান্ধী যদি বিশ্বাস করেন তাঁর বক্তব্য সত্য তাহলে তাঁর উচিৎ নির্বাচনী বিধি মেনে শপথ বা ঘোষনাপত্রে স্বাক্ষর করা। আর যদি তাঁর বক্তব্য শ্রী গান্ধী সত্য বলে বিশ্বাস না করেন, তবে দেশবাসিকে বিভ্রান্ত করতে এ ধরণের মন্তব্য বন্ধ করা উচিৎ।
বিজেপিও রাহুল গান্ধীর এ ধরণের দাবীর সমালোচনা করেছে।