May 17, 2025 12:19 PM

printer

ভোটার তালিকায় একাধিক ভুয়ো ভোটারের নাম তোলা, তালিকা তৈরির মত ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন  অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার  Assistant System Manager অরুণ গড়াইকে সাসপেন্ড।।

ভোটার তালিকায় একাধিক ভুয়ো ভোটারের নাম তোলা, তালিকা তৈরির মত ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন  অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার  Assistant System Manager অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকের কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে জন প্রতিনিধিত্ব আইনের ৩২ নম্বর ধারার আওতায় এই নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এই শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হল বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কাকদ্বীপের যুগ্ম বিডিও স্বপনকুমার হালদার সহকারী নির্বাচনী আধিকারিকের দায়িত্বে আছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাঁর লগইন আইডি ব্যবহার করে, অবৈধ ভাবে প্রায় ৩৫০ জন ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত আধিকারিক। এমনকি যুগ্ম বিডিওর ফোন নম্বর পরিবর্তন করে নিজের ফোন নম্বর ব্যবহার করেছেন। ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে অরুণ গড়াইকে কারণ দর্শানোর নোটিসও জারি করা  হয়। এ ব্যাপারে অবশ্য তার প্রতিক্রিয়া মেলেনি।

জেলা শাসক সুমিত গুপ্ত জানিয়েছেন, তদন্ত চলছে।