ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-SIR প্রক্রিয়ায় এন্যুমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল আজ জরুরি বৈঠক বসেন। উপস্হিত ছিলেন সংশ্লিষ্ট আধিকারিক ও সমস্ত এজেন্সি।
বৈঠকের পর সাংবাদিকদের সামনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটার সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোট কেন্দ্রগুলির নতুন করে বিন্যাস করা হবে। বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাচ্ছে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন।
তিনি আরো জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কাজের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এর পরেই রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজ পুর, মালদা, এবং পূর্ব মেদিনীপুর। এই জেলা গুলি তথ্য ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে এগিয়ে আছে। তবে অন্যান্য সব জেলা তেই এই কাজ সন্তোষ জনক ভাবে চলছে বলে তিনি জানান।