মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 17, 2025 6:22 PM

printer

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বুথ লেভেল অফিসার হিসাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে

দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বুথ লেভেল অফিসার হিসাবে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে রাজ্যের  প্রায় ৯৫ হাজার বুথের জন্য প্রয়োজনীয় সংখ্যক বুথ লেভেল অফিসার পাওয়ার ক্ষেত্রে  রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সমস্যার মুখে পড়ছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, ঠিকাদার কর্মীকে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। সরকারি কর্মী, শিক্ষক, অঙ্গনওয়াড়ি বা সরকারি তহবিল থেকে বেতন পাওয়া কর্মীদেরই এই কাজে নিযুক্ত করা যেতে পারে। এছাড়া বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মীদেরও কমিশনের অনুমতি নিয়ে কাজে লাগানো সম্ভব। এই অবস্থায় রাজ্যের সিইও অফিস আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে বুথ লেভেল অফিসার হিসাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে। অনুমান করা হচ্ছে, প্রয়োজনীয় মোট কর্মীর প্রায় এক চতুর্থাংশই আসতে পারে এই শ্রেণি থেকে। তবে ঘরে ঘরে গিয়ে কাজ করার সময় তাঁদের নিরাপত্তা নিয়ে দপ্তরের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।