ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়ে বলেন, খসড়া তালিকায় কোনো অনিয়ম ধরা পড়লে তা বাতিল করার সংস্থান রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট, আধার ও ভোটার কার্ডের মত সরকারি পরিচয় পত্র বৈধ নথি হিসাবে বিবেচনা করার জন্য কমিশনকে মৌখিকভাবে পরামর্শ জানিয়েছে। একইসঙ্গে মামলাকারীদের আশ্বস্ত করে সর্বোচ্চ আদালত জানিয়েছে, দ্রুতই পরবর্তী শুনানি হবে।
এর আগে, পয়লা আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্দেশের বিরোধিতা করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের আইনজীবী দাবি করেন, প্রস্তাবিত তালিকা প্রকাশিত হলে প্রায় সাড়ে চার কোটি ভোটার অসুবিধায় পড়তে পারেন। একইসঙ্গে মামলাকারীদের অভিযোগ, ১০ ই জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ডের মত নথিপত্র বিবেচনার কথা বলা হলেও নির্বাচন কমিশন তা মানেনি। এর জবাবে কমিশনের দাখিল করা হলফনামায় জানানো হয়েছে, বিশেষ করে রেশন কার্ড নিয়ে জালিয়াতির আশঙ্কা থাকায় এইসব নথিপত্র নিয়ে সতর্কতা বজায় রাখা হচ্ছে।