ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পদ্ধতিগত সরলীকরণ ও সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে রাজ্যের বিডিও – দের সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠানো এক স্মারকলিপিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এসআইআর চলাকালীন বহু যুগ্ম বিডিও বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শুনানি পর্বে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তিতে আইনি ও প্রশাসনিক ও সমস্যার মুখে পড়তে হচ্ছে। চিঠিতে আরও বলা হয়েছে, এআই–ভিত্তিক চিহ্নিতকরণ শুধুমাত্র সহায়ক তথ্য হতে পারে, কিন্তু তা আইনি অনুসন্ধানের বিকল্প নয়। এর ফল হিসেবে শুনানি পর্বে আইনশৃঙ্খলা সমস্যারও আশঙ্কা তৈরি হচ্ছে। বিডিও অফিসে ভাঙচুর বা আধিকারিকদের উপর আক্রমণের ঘটনাও সামনে এসেছে। তাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তির জন্য একক ও আইনসঙ্গত নির্দেশিকা জারি করা, বিস্তারিত এসওপি, মডেল আদেশনামা ও নথি যাচাইয়ের তালিকা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সময়সীমা বৃদ্ধি এবং সৎ উদ্দেশ্যে কাজ করা ইআরও ও এইআরওদের আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে।
Site Admin | January 21, 2026 10:52 PM
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পদ্ধতিগত সরলীকরণ ও সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে রাজ্যের বিডিও – দের সংগঠন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।