ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এরাজ্যে এখনও ৬৫ লক্ষের বেশি ভোটারের শুনানির নোটিশ জারি হয়েছে। অর্ধেকের বেশি নোটিশ ইতোমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এক কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকার লক্ষ্য স্থির করা হলেও এখনও পর্যন্ত ৯ লক্ষের কিছু বেশি শুনানি সম্পন্ন হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার মতো বড় জেলায় নোটিস পৌঁছানো ও শুনানির কাজ পিছিয়ে থাকায় ওই জেলাগুলিকে কাজে গতি আনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
অতিরিক্ত মাইক্রো অবজারভার নামানো এবং শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।