December 27, 2025 10:27 PM

printer

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে মাইক্রো অবজ়ার্ভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়া ৭৭৮ জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিককে শো-কজ করা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে মাইক্রো অবজ়ার্ভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়া ৭৭৮ জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিককে শো-কজ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবারের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা ছিল ওই আধিকারিকদের। কিন্তু তা না করায় তাঁদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে  সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে CEO জানিয়েছেন।   

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় শুনানি পর্বে নজরদারির জন্য মোট ৪,৬০০ জন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ব্যাঙ্ক, জীবন বিমা-সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিককে মাইক্রো অবজ়র্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। গত বুধবার কলকাতার নজরুল মঞ্চে  দু’দফায় তাঁদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানেই দেখা যায়, মোট ৯২১ জন প্রশিক্ষণে হাজির হননি। পরবর্তী যাচাইয়ে জানা গিয়েছে, এর মধ্যে ৭৭৮ জন কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।