December 18, 2025 11:27 AM

printer

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আজ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বের জন্য আ থেকেই নোটিশ পাঠানো শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের সাত দিন সময় দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই শুনানি শুরু হতে পারে  ৮৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের ক্ষেত্রে শুনানি কেন্দ্রে আসতে হবে না। সংশ্লিষ্ট ইআরও নিজে বাড়িতে গিয়ে শুনানি করবেন। সেই সময় উপস্থিত থাকবেন অ্যাসিস্ট্যান্ট ইআরও (এএইআরও) এবং সংশ্লিষ্ট বুথের বিএলও। কোথায় কখন শুনানী হবে তা নোটিশেই বলে দেওয়া হবে।

            আগামী ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

এদিকে, খসড়া তালিকা প্রকাশের পর ভুল ধরা পড়তেই কড়া পদক্ষেপ শুরু করেছে নির্বাচন কমিশন। হুগলির চণ্ডীতলা, মাটিগাড়া-নকশালবাড়ি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র, ডানকুনি সহ একাধিক কেন্দ্রে জীবিত ভোটারকে মৃত বলে দেখানো, যোগ্য ভোটারকে নিখোঁজ হিসেবে দেখানো ইত্যাদি অভিযোগ ওঠায় কয়েকজন বিএলও-কে শোকজ নোটিস পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ওই কেন্দ্রগুলির ইআরও-দের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। বিএলও-দের ভুলের কারণে যাঁদের নাম বাদ পড়েছে বা সমস্যা তৈরি হয়েছে, তাঁদেরও বিধি মেনে ফর্ম-6 পূরণ করতেই হবে। শুনানি ও যাচাইয়ের পরেই প্রতিটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।