ভোটার তালিকার নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার মধ্যেই বুথ লেভেল অফিসার BLO দের পারিশ্রমিক বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের তরফে স্বপন মণ্ডল জানিয়েছেন, BLO-দের পারিশ্রমিক ১২ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ হাজার টাকা। প্রসঙ্গত, প্রথমে এই পারিশ্রমিক ধার্য ছিল ৬ হাজার টাকা। ডিজিটাইজ়েশনের জন্য ডেটা খরচ বাবদ টাকাও BLO-দের দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই টাকা পাবেন বিএলও-রা। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের প্রতিনিধিরা। BLO দের উপর কাজের চাপের কথা তারা তুলে ধরেন।
এনুমারেশন প্রক্রিয়ায় এখনো পর্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করা বুথ লেভেল আধিকারিকদের পুরস্কৃত করবে নির্বাচন কমিশন। এপর্যন্ত যে সমস্ত বিএলও নিজের বুথের ৯৯ শতাংশের বেশি এনুমরেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজ করার কাজ শেষ করেছেন তাঁদের পুরস্কৃত করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে। একই সঙ্গে তাঁদের দৃষ্টান্ত সামনে রেখে অন্যান্য বুথ লেভেল আধিকারিকদের উজ্জীবিত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য পুরস্কার প্রাপকদের ছবি ও ভিডিও বার্তা নির্বাচন কমিশন সামাজিক মাধ্যমেও প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী কাল থেকেই এই প্রক্রিয়া শুরু হবে।