মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 5, 2025 9:17 PM

printer

ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন, রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার  জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। 

ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন, রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার  জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, এই আধিকারিকরা শুধুমাত্র কর্তব্যে গাফিলতি করেছেন তাই নয়, একই সঙ্গে তথ্যের গোপনীয়তা সংক্রান্ত নিয়ম নীতিও লঙ্ঘন করেছেন।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO দেবত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO তথাগত মণ্ডল। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাসকেও সাসপেন্ড করার জন্য বলা হয়েছে।

এছাড়াও, ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ক্যাজুয়াল কর্মী সুরজিৎ হালদারের বিরুদ্ধেও একইভাবে ফৌজদারি মামলা রুজুর নির্দেশ দিয়েছ কমিশন। এ ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো, তা রিপোর্ট আকারে কমিশনকে দ্রুত জানানোর কথা বলা হয়েছে।