November 24, 2025 9:59 PM

printer

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ও সামাজিক বিভাজন চেষ্টা করা হচ্ছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে ও সামাজিক বিভাজন চেষ্টা করা হচ্ছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। উত্তর ২৪ পরগনার স্বরূপ নগরের হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পর আজ তিনি বলেন,  এই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন এসআইআর নিয়ে যে আতঙ্কের কথা বলা হচ্ছে তা সত্য নয়। একাংশের রাজনৈতিক নেতা এই নিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। যাতে সমাজের ভারসাম্য বিঘ্নিত হয় – এই চেষ্টা কখনো বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
রাজ্যপাল এদিন হাকিমপুর সীমান্ত পরিদর্শনের পাশাপাশি বিএসএফের কর্তাদের সঙ্গেও কথা বলেন । স্থানীয় মানুষের সমস্যা সমাধানের ব্যাপারেও তিনি আশ্বাস দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।