ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন-SIR এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। উত্তরবঙ্গের চার জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এ SIR এর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক ( ইলেকশন), জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলা গুলির ERO , AERO ও প্রযুক্তি অধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
আলিপুরদুয়ারে রাত্রিবাসের পর আগামীকাল আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এরপর তাঁরা ফিল্ড ভিজিট করবেন। কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে বৈঠকে যোগ দেওরার পাশাপাশি তাদের ফিল্ড ভিজিট করার কথা।
শুক্রবার নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল, জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন, এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়িতে যাবেন। শিলিগুড়ি সার্কিট হাউজে ওইদিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সেখানেও ফিল্ড ভিজিটের কর্মসূচি রয়েছে কমিশনের দলটির।
শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর।
এদিকে, আজ বিকেল ৪ টে পর্যন্ত রাজ্যে ৮৪ লক্ষ ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।