মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 9:41 PM

printer

ভোটার তালিকায়বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জন্যআজ রাজ্যজুড়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে নির্বাচন কমিশন। দুপুর সাড়ে তিনটেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইপ্রশিক্ষণ কর্মসূচি সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমারআগরওয়াল।  উপস্থিত রয়েছেন কমিশনেরঅন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। এই ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন রাজ্যেরসমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (DEO), ইলেকটোরালরেজিস্ট্রেশন অফিসার ERO, AERO এবং স্টেট লেভেল মাস্টারট্রেনার (SLMT)–রা। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ারপ্রতিটি ধাপ, তথ্য সংগ্রহ, ফর্ম যাচাই,ওয়েব পোর্টালের ব্যবহার এবং ডেটা আপডেট সংক্রান্ত যাবতীয়প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই বৈঠকে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জন্য আজ রাজ্যজুড়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে নির্বাচন কমিশন। দুপুর সাড়ে তিনটেয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচি সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।  উপস্থিত রয়েছেন কমিশনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। এই ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নিয়েছেন রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (DEO), ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO, AERO এবং স্টেট লেভেল মাস্টার ট্রেনার (SLMT)–রা। বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ, তথ্য সংগ্রহ, ফর্ম যাচাই, ওয়েব পোর্টালের ব্যবহার এবং ডেটা আপডেট সংক্রান্ত যাবতীয় প্রযুক্তিগত দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই বৈঠকে।