December 11, 2025 1:10 PM

printer

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো আজ সকালে নরওয়ের রাজধানী অসলোতে তাঁর সমর্থকদের উদ্দেশে বার্তা দেন।

১১ মাস পরে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো আজ সকালে নরওয়ের রাজধানী অসলোতে তাঁর সমর্থকদের উদ্দেশে বার্তা দেন। তাঁর অনুপস্থিতিতে গতকাল তাঁর কন্যা নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। ভেনেজুয়েলার কারাকাসে তাঁর সমর্থকদের একটি মিছিলে, কিছুদিনের জন্য গ্রেফতার হওয়ার পর থেকেই, জনসমক্ষে দেখা যাচ্ছিল না এবছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী করিনা মাচাদোকে। অনুষ্ঠানের প্রাক্কালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী একটি বার্তা পাঠিয়ে বলেন, তিনি নিরাপদে আছেন ও অনুষ্ঠানে যাওয়ার পথে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

তাঁর সংহতিতে আর্জেন্টিনার রাষ্ট্রপতি হাভিয়ের মিলেই, ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া, পানামার রাষ্ট্রপতি হোসে রাউল মুলিনো ও প্যারাগুয়ের রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।