ভূ বিজ্ঞান মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং আজ নিজস্ব মন্ত্রকের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরী ১৪ টি প্রধান পন্য ও উদ্যোগের সূচনা করেছেন। এর মধ্যে রয়েছে বৃষ্টিপাত পর্যবেক্ষন এবং শষ্য – আবহাওয়া ভিত্তিক বর্ষপঞ্জী বা ক্যালেন্ডার, উন্নত আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থাপনা, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৃষ্টিপাতের পরিসংখ্যান, আপডেটেড ওয়েভস অ্যাটলাস বা সামূদ্রিক তরঙ্গ মানচিত্রাবলী ও সমূদ্রতল বা সি বেডের চার্ট, বাতাসের গুনমান সংক্রান্ত পূর্বাভাসের ব্যবস্থাপনা, সামূদ্রুক জীববৈচিত্র রিপোর্ট এবং ভারতের চারটি শহরের সিসমিক মাইক্রোজোনেশন।
নতুন দিল্লীতে আজ মন্ত্রকের ১৯ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ডঃ সিং, বিজ্ঞান চালিত নাগরিক পরিষেবা ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং জনগনের অংশগ্রহন আরো বাড়ানোর আহ্বান জানান। গত এক দশকে হওয়া পরিবর্তনের ওপর আলোকপাত করে ডঃ সিং বলেন, বর্তমান সময়ে দেশ এমন এক জায়গায় উপস্থিত হয়েছে যেখানে একজন সাধারণ মানুষও তাঁদের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস, ঝড়ের সতর্কতা, বাতাসের গুনমান সংক্রান্ত আপডেট বা সামূদ্রিক পূর্বাভাস পেতে পারেন।