ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ভারত মানবিক সহায়তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জানিয়েছেন, গতকাল আকাশপথে ২১ টন ত্রাণ সামগ্রী সেদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে কম্বল, তাঁবু, হাইজিন কিট, জলের ট্যাঙ্ক, জেনারেটর, রান্নার জন্য ব্যবহৃত বাসনপত্র, জল শোধনের ছোট যন্ত্র, স্লিপিং ব্যাগ, প্রয়োজনীয় ওষুধপত্র, হুইলচেয়ার, হ্যান্ড স্যানিটাইজার, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, ও আর এস এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী। মন্ত্রী বলেন, আফগানিস্তানের সার্বিক পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে, আগামী দিনে আরো ত্রাণ সহায়তা পাঠানো হবে।
Site Admin | September 3, 2025 9:58 AM
ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ভারত মানবিক সহায়তা পাঠিয়েছে।
