মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2025 5:35 PM

printer

ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের ১০০টি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে।

ভুয়ো ও অবৈধ ভোটারের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে নির্বাচন কমিশন রাজ্যের ১০০টি বিধানসভা কেন্দ্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে।  এই অঞ্চলগুলির বেশিরভাগই রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে পড়ে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের  প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা শহরে এই ধরণের ভুয়ো ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। তবে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই ২৪ পরগনা উভয় জেলাতেই প্রচুর সংখ্যক ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। সিইও অফিসের কর্মকর্তাদের মতে, অনেক মৃত বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের নাম এখনও তালিকায় রয়েছে। কিছু ক্ষেত্রে, দুটি ভিন্ন জেলার ভোটার তালিকায় একই ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। মিলেছে নকল ভোটার পরিচয়পত্রও।