ভিয়েতনামে, হা লং উপসাগরে পর্যটকবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮। যদিও নিখোঁজদের জন্য উদ্ধার কাজ এখনও চলছে। যখন ক্রুজটি গতকাল একটি শক্তিশালী ঝড়ের মুখে পরে, ফলে সেটি ডুবে যায়।
এই ক্রুজটিতে ৫৩ জন যাত্রী ছিলেন।এদের মধ্যে ৪৮ জন পর্যটক ও বাকিরা কর্মী। মৃত ও নিখোঁজদের মধ্যে বাচ্চা ও মহিলারাও রয়েছেন। ১০ জন যাত্রীকে এ পর্যন্ত জল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।চুনাপাথরের বিখ্যাত দ্বীপ ঘুরে দেখতে বহু পর্যটক হাফ লঙ উপসাগরে যান। এটি ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ইউনেস্কো এটিকে হেরিটেজ সাইটের মর্যাদাও দিয়েছে।