November 17, 2025 9:51 PM

printer

ভিয়েতনামের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের ফলে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ায় ছয় জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন

ভিয়েতনামের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের ফলে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ায় ছয় জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। ভিয়েতনামের সরকারী গণমাধ্যম জানিয়েছে গতকাল সন্ধ্যায় ভূমিধ্বস প্রবণ কিন্তু পর্যটকদের মধ্যে জনপ্রিয় খান লে পাসে এই ঘটনা ঘটে । ভূমিধ্বসে  বাসের সামনের অংশ চাপা পড়ে এবং অনেক যাত্রী আটকা পড়েন। ভারী বৃষ্টিপাতের কারণে গিরিখাতের  উভয় পাশে আরও ভূমিধ্বস ঘটে এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়   উদ্ধারকারী দল মধ্যরাতের পরই ঘটনাস্থলে পৌঁছতে পেরেছিলেন। বাসটি ৩২ জন যাত্রী নিয়ে হো চি মিন সিটি থেকে উপকূলীয় শহর নাহ ট্রাঙ্গে যাচ্ছিল । আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া  হয়েছে। ভিয়েতনামের  সরকারী গণমাধ্যম জানিয়েছে দুর্গম প্রাকৃতিক অবস্থার  এর কারণে এখনও দুটি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।