September 6, 2024 10:03 PM

printer

ভারত, MSCI র Emerging Markets বা ২৬ টি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতিতে বিনিয়োগকারী বাজার সূচক MSCI EM IMI তে চীন কে ছাপিয়ে গেছে

ভারত, MSCI র Emerging Markets বা ২৬ টি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতিতে বিনিয়োগকারী বাজার সূচক MSCI EM IMI তে চীন কে ছাপিয়ে গেছে। মরগান স্ত্যানলির এক রিপোর্টে একথা জানানো হয়েছে। এই সুচকে এখন ভারতের গুরুত্ব ২২ দশমিক ২/৭ শতাংশ। অন্যদিকে চীনের ক্ষেত্রে তা ২১ দশমিক ৫/৮ শতাংশ।
উল্লেখ্য, ৩ হাজার ৩৫৫ টি শেয়ার বাজার নিয়ে গঠিত এই MSCI IMI। এতে আছে ক্ষুদ্র ,মাঝারি ও ছোট কোম্পানিও । ছোট কোম্পানিগুলিতে ভারতের ঊর্ধ্বমুখী প্রবনতার কারনেই চীনের তুলনায় ভারতের এই অগ্রগতি বলে জানা গেছে।