ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের তৃতীয় বৈঠক নতুন দিল্লীতে অনুষ্ঠিত হয়। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ূশ গোয়েল প্রমুখ ঐ গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রকরে তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিঙ্গাপুরের উপপ্রধান মন্ত্রী গ্যান কিম ইয়াং এবং বিদেশ মন্ত্রী জোসেফিন তেও সহ অন্যান্য মন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর বলেন, এই বৈঠকে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে কথা হয়েছে। অর্থ মন্ত্রক সামাজেক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গাপুর সফরের মধ্যে দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। মন্ত্রী পর্যায়ের এই গোল টেবিল বৈঠকে উভয় পক্ষ ৬ টি ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়েছে। এগুলি হল ডিজিটালাইজেশন, দক্ষতা উন্নয়ন, সুস্থায়ীত্ব, স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ, অত্যাধুনিক উত্পাদন এবং যোগাযোগ।
Site Admin | August 13, 2025 8:22 PM
ভারত-সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের তৃতীয় বৈঠক নতুন দিল্লীতে অনুষ্ঠিত হয়।
