মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 18, 2025 9:22 AM

printer

ভারত, সাফল্যের সঙ্গে তার কৌশলগত প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন ঘটিয়ে ওড়িশা উপকূলের চাঁদিপুর থেকে পরমাণু ক্ষমতাসম্পন্ন স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-টু এবং অগ্নি-ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।   

ভারত, সাফল্যের সঙ্গে তার কৌশলগত প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন ঘটিয়ে ওড়িশা উপকূলের চাঁদিপুর থেকে পরমাণু ক্ষমতাসম্পন্ন স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-টু এবং অগ্নি-ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।   

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কৌশলগত বাহিনীর অগ্রণী কম্যান্ড, এই পরীক্ষামূলক উৎক্ষেপণের যাবতীয় কার্যকারিতা ও পরীক্ষামূলক দিক পর্যালোচনা করেছে। গত বুধবার লাদাখে ভারত দেশীয় পদ্ধতিতে তৈরী ‘আকাশ প্রাইম’ ক্ষেপণাস্ত্র, সাফল্যের সঙ্গে পরীক্ষা চালিয়েছে। সাড়ে চার হাজার মিটার উচ্চতায় এই ক্ষেপণাস্ত্র যাতে কাজ করতে পারে, সেজন্যই ‘আকাশ প্রাইম’–কে তৈরী করা হয়েছে।

অন্যদিকে, সাড়ে ৩০০ কিলোমিটার রেঞ্জের পৃথ্বী-টু-এর, ৫০০ কেজি পর্যন্ত ওজন বহনের ক্ষমতা রয়েছে। অগ্নি ওয়ানের রেঞ্জ, ৭০০ থেকে ৯০০ কিলোমিটার এবং এর বহন ক্ষমতা এক হাজার কেজি। দুটি ক্ষেপণাস্ত্র’ই, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ।