December 8, 2025 11:58 AM

printer

ভারত সাংহাইতে একটি নতুন বাণিজ্যিক দূতাবাস ভবনের উদ্বোধন করেছে

ভারত সাংহাইতে একটি নতুন বাণিজ্যিক দূতাবাস ভবনের উদ্বোধন করেছে। চীনের সঙ্গে অর্থনীতি সংক্রান্ত সম্পর্ক মজবুত করাই এর লক্ষ্য। এই বাণিজ্যিক দূতাবাসের নতুন পরিসরের উদ্বোধন করেন চিনে ভারতের রাষ্ট্রদূত প্রদীপ কুমার রাওয়াত ও মহাবাণিজ্যিক দূত প্রতীক মথুর। গত ৩২ বছরে এই প্রথমবার ভারতীয় দূতাবাসের স্থানান্তর হল। সাংহাইয়ের চ্যাংগিং জেলায় তৈরি এই নতুন ভবন আয়তনে বড় ও আধুনিক। নতুন ভবন চীনের অন্যতম কূটনৈতিক, বাণিজ্যিক ও পরিবহণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব ও সেদেশে ভারতের পরিষেবা আরো সুদৃঢ় করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।