January 17, 2026 9:31 PM

printer

ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্তকের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের টেঁকো বাঁধা ফুটবল ময়দানে আজ দুই দিনব্যাপী স্পোর্টস মিটের সুচনা হয়।  

ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্তকের অন্তর্গত মাই ভারত হুগলির উদ্যোগে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের টেঁকো বাঁধা ফুটবল ময়দানে আজ দুই দিনব্যাপী স্পোর্টস মিটের সুচনা হয়।  ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস মিটের আটচালা গ্রুপের পরিচালনায় এর উদ্দোধন করেন তাইকুন্ডু ন্যাশনাল চ্যাম্পিয়ন সৃজিতা সাধুকা  । এছাড়া বিশেষ অথিতি হিসেবে  আধিকারিক সৈকত মন্ডল , হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, ডাক্তার পার্থপ্রতিম দত্ত, শিক্ষক এবং প্রাক্তন খেলোয়াড় সৌমেন চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।   

প্রথম দিনে আজ  ফুটবল প্রতিযোগিতা য় অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত আটটি টিম। আগামীকাল দ্বিতীয় দিনে থাকছে পুরুষ ও মহিলা বিভাগে   রান, টাগ অফ ওয়ার, লং জাম্প, স্লো সাইকেল প্রতিযোগিতা সহ আরো অনেক প্রতিযোগিতা । জেলা স্তরে খেলাধুলার মানকে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের এই উদ্যোগ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।