ভারত, সবরকম সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রয়াস আরো জোরদার করার জন্য, আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে। নতুন দিল্লি বলেছে, সারা বিশ্ব সন্ত্রাসবাদী গোষ্ঠী, পাকিস্তান ও তাদের সামরিক শক্তির মধ্যে অশুভ আঁতাতের বিষয়ে, ওয়াকিবহাল।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, গতকাল নতুন দিল্লিতে পাকিস্তানের জঙ্গী গোষ্ঠীগুলিকে নিয়ে তৈরী সাম্প্রতিক একটি ভিডিও সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,এ ধরণের ঘটনাকে আরও চটকদার করে তোলা হয়েছে এই ভিডিওতে। প্রত্যেক দেশের উচিত সীমান্ত পাড়ের সন্ত্রাসবাদ প্রতিহত করতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা। ব্রিকস, SCO বা অন্য যেকোন আন্তর্জাতিক মঞ্চের প্রত্যেকটি নথিতেই বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই-এ জোরদার সহযোগিতার কথা বলা হয়েছে।ব্রিকস হোক বা এস সি ও , প্রতিটি বহুপাক্ষিক মঞ্ছেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সীমান্ত পাড়ের সন্ত্রাসের বিরুদ্ধে জোরদার সমর্থন জানানো হয়েছে বলে উল্লেখ করেন শ্রী জয়সওয়াল সুশীলা কারকির নেতৃত্বে নেপালে নতুন অন্তর্বর্তী সরকার গঠনকে ভারত স্বাগত জানায় উল্লেখ করে শ্রী জয়সওয়াল বলেন যে শ্রীমতী কারকির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে।ভারত, ২ দেশের মানুষের সুখ, সম্রিদ্ধি ও কল্যাণের লক্ষ্যে নেপালের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলবে বলেও মন্তব্য করেন তিনি।