ভারত সপ্তমবারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে নির্বাচিত হয়েছে। ২০২৬ থেকে শুরু হয়ে এই সদস্য পদ পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবে। সাধারণসভায় ভারতের নির্বাচনের পর রাষ্ট্রসংঘে দেশের স্হায়ী প্রতিনিধি পি হরিশ জানান, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি ভারতের অবিচল অটুট দায়বদ্ধতার প্রতিফলন হলো এই নির্বাচন। সামাজিক মাধ্যমে শ্রী হরিশ বলেন, এই সময়কালে সদস্য পদের লক্ষ্য পূরণে ভারত কাজ চালিয়ে যাবে। অভূতপর্ব সমর্থনের জন্য তিনি সব প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মানবাধিকার সপরিসদ হলো ৪৭ সদস্য বিশিষ্ট রাষ্ট্রসংঘের প্রধান সংস্হা।