December 23, 2025 1:20 PM

printer

ভারত শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় DITWAH-এ ক্ষতিগ্রস্ত এলাকা গুলির পুনর্গঠনে ৪৫ কোটি ডলারের বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করেছে।

ভারত শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় DITWAH-এ ক্ষতিগ্রস্ত এলাকা গুলির পুনর্গঠনে ৪৫ কোটি ডলারের বিশেষ আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিদশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ কলম্বোতে এ কথা জানিয়ে বলেন এই প্যাকেজের ৩৫ কোটি ডলার সহজ শর্তে ঋণ, এবং ১০ কোটি ডলার বিশেষ অনুদান হিসেবে কার্যকর হবে। তিনি বলেন, ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কার রাস্তা, রেলপথ, সেতু সহ বিভিন্ন পরিকাঠামো পুনর্নির্মানে ভারত সার্বিক সহায়তা দেবে। তিনি সেদেশের রাষ্ট্রপতি অনুরা কুমারাদিশানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।