মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 19, 2025 12:56 PM

printer

ভারত লিগ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে

সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত ও অষ্ট্রেলিয়া মুখোমুখি হবে। জোহর বহারু তামাং দয়া হকি স্টেডিয়ামে গতকাল ভারত তাদের লিগ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে। ভারতের পক্ষে রোশন কুজুর ও সৌরভ আনন্দ কুশওহায়া গোল করেছেন। মালয়েশিয়ার নবীণেশ পানিকার একটি গোল শোধ করেন।