ভারত, রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মনোভাবের তীব্র সমালোচনা করে বলেছে, দশকের পর দশক ধরে দেশ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মদতে জঙ্গী হামলার শিকার হচ্ছে। সশস্ত্র সংঘর্ষ থেকে নাগরিকদের রক্ষা করার বিষয়ে এক মুক্ত আলোচনায় চক্রে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিস বলেন, পাকিস্তান বারংবার সন্ত্রাসবাদের ক্ষেত্রে নিজেদের নাগরিককে ঢাল হিসেবে ব্যবহার করেছে। জঙ্গীদের শেষকৃত্যে কিভাবে সেদেশের সেনা আধিকারিক, সরকার ও প্রশাসন তাদের রাষ্ট্রনেতার মর্যাদা দিয়েছে তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে বলেও তিনি জানান।
Site Admin | May 24, 2025 9:10 AM
ভারত, রাষ্ট্রসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মনোভাবের তীব্র সমালোচনা করে বলেছে, দশকের পর দশক ধরে দেশ সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মদতে জঙ্গী হামলার শিকার হচ্ছে।
