ভারত রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের প্যালেস্তাইনে ত্রাণ পাঠানো সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, আগামী তিন বছর প্যালেস্তাইনে ত্রাণ পাঠানোর প্রকল্প বা UNRWA অব্যাহত থাকবে। ১৫১ টি দেশ প্রস্তাবের পক্ষে ও ১০ টি দেশ বিপক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে ১৪ টি দেশ। UNRWA Commissioner-General ফিলিপে লাজ্জারিনি এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, মানবিক দিক দিয়ে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এর ফলে প্যালেস্তাইনে শিক্ষা, স্বাস্থ্য, এবং উন্নয়নমূলক কাজকর্মগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে। সেই সঙ্গে শিশুদের নিরাপত্তা দেওয়া, এবং শরণার্থীদের শিবিরে নানা ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল, ফিজি, হাঙ্গেরি,ফিজি, উত্তর ম্যাসেডোনিয়া,,পালাউ, পাপুয়া নিউগিনিস পা্রাগুয়ে ও টোম্বা।
Site Admin | December 7, 2025 11:01 AM
ভারত রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের প্যালেস্তাইনে ত্রাণ পাঠানো সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।