ভারত মালদ্বীপকে ৪,৮৫০ কোটি টাকার ঋণ দিতে সম্মত হয়েছে।এই আর্থিক সহায়তা দেশজুড়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং উন্নয়নমূলক প্রকল্পগুলিতে কাজে লাগানো হবে। এছাড়াও মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা কমান সক্রান্ত একটি সংশোধনী চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ আজ ৪টি সমঝোতা স্মারক এবং ৩টি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিগুলি হল মৎস্য ও জলজ চাষ, ডিজিটাল সমাধান এবং ভারতীয় ফার্মাকোপিয়ার স্বীকৃতি।
মালদ্বীপে UPI চালু করার জন্য NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড এবং মালদ্বীপ মনিটারি অথরিটির মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক চুক্তিও দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। ভারত-মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) এর শর্তাবলীও দুই দেশ মেনে চলবে। শ্রী মোদী হুলহুমালে ৩ হাজার ৩০০টি সামাজিক আবাসন ইউনিটও হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আদ্দু শহরে সড়ক ও নিষ্কাশন ব্যবস্থা প্রকল্প এবং মালদ্বীপে ৬টি কমিউনিটি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করেন।