ভারত-মার্কিন সেনা সহযোগিতা গোষ্ঠী (M C G) র ২২তম বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। দু’দিনের এই বৈঠকে যুগ্ম ভাবে সভাপতিত্ব করেন,ভারতের চিফ অফ ইনট্রিগেটেড ডিফেন্স স্টাফ,এয়ার মার্শাল আশুতোষ দিক্ষিত এবং মার্কিন ইন্দো-প্যাশিফিক কমান্ডের,লেফটেন্যান্ট জেনারেল জসুয়া রুড। দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনায়,দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি শক্তিশালী করার পাশাপাশি ভারত-প্রশান্ত সাগরীয় অঞ্চলকে মুক্ত এবং নিরাপদ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, এম সি জি, দু দেশের সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত আলোচনার প্রধান মঞ্চ।নতুন দিল্লিতে গত বছর এই বৈঠক অনুষ্ঠিত হয়। দু দেশের সহযোগিতায়, যুদ্ধ অভ্যাস, মালাবার এবং বজ্র প্রহারের মতন সামরিক অনুশীলন অনুষ্ঠিত হয়।