November 15, 2025 4:43 PM

printer

ভারত -মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতা ও ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সম্পর্ক রক্ষায়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনে সভাপতিত্ব করেন

ভারত মার্কিন দ্বিপাক্ষিক সহযোগিতা ও ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সম্পর্ক রক্ষায়বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেলদের একটি সম্মেলনে সভাপতিত্ব করেন। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বরিষ্ঠ কূটনীতিক এবং নিউইয়র্কসানফ্রান্সিস্কোশিকাগোআটলান্টা, হিউস্টনবস্টনলস অ্যাঞ্জেলস এবং সিয়াটলের কন্স্যুলেটরা বৈঠকে উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানান, দুদেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে তাদের কথা হয়েছে। ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাও বৈঠকে উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।