December 21, 2025 9:10 AM

printer

ভারত মায়ানমারকে তিনটি কুইক ইমপ্যাক্ট প্রকল্প হস্তান্তর করেছে।

ভারত মায়ানমারকে তিনটি কুইক ইমপ্যাক্ট প্রকল্প হস্তান্তর করেছে। এই প্রকল্পগুলি মায়ানমারের মান্দালয় অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এই প্রকল্পের আওতায়মান্দালয়ে অমরপুরায় সান্ডার উইভিং অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে ভারতে তৈরি একটি আধুনিক উচ্চ প্রযুক্তির তাঁত যন্ত্র স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে তন্তুবায়দের সহায়তা করা। মান্দালয়ে একটি মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ভারত একটি বাড়ি তৈরি করে দিয়েছে। ভারতের রাষ্ট্রদূত অভয় ঠাকুর এবং মান্দালয়ের মুখ্যমন্ত্রী ইউমিয় আং যৌথভাবে এটির উদ্বোধন করেন। কৃষি পণ্য থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ দিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি ব্যবস্হাপনাও ভারত মায়ানমারকে হস্তান্ত করেছে। এরফলে গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন ও পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে।