ভারত, মানবিক কারণে আজ অমৃতসরের আটারি-ওয়াঘা যৌথ চেকপোস্ট থেকে ৬৭ জন পাকিস্তানি বন্দীকে ফিরিয়ে নিয়েছে। সম্প্রতি তাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হলে মুক্তি পাওয়ার পরে ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকরা তাদের পাকিস্তান সেনার কাছে হস্তান্তর করেছিলেন। বন্দীদের মধ্যে রয়েছেন ৫৩ জন মৎস্যজীবী এবং ১৪ জন অসামরিক বন্দী।
আটারি প্রোটোকল অফিসার অরুণ মহল জানিয়েছেন, মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ২১ জন গুজরাটে, ৩৯ জন পোরবন্দরে এবং বাকিরা রাজস্থান, হায়দ্রাবাদ, লুধিয়ানা এবং অমৃতসর সংশোধনাগারে বন্দী ছিলেন।
জম্মু ও কাশ্মীরে পহেলগাম সন্ত্রাসী হামলার পর অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে এই প্রথম পাকিস্তানি বন্দীদের প্রত্যাবাসনে নেওয়া হয়েছে।