October 12, 2025 12:42 PM

printer

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, সেশেল্‌সের রাষ্ট্রপতি নির্বাচনে ডঃ প্যাট্রিক হারমিনী জয় লাভ করেছেন।

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, সেশেল্‌সের রাষ্ট্রপতি নির্বাচনে ডঃ প্যাট্রিক হারমিনী জয় লাভ করেছেন। তিনি, বর্তমান রাষ্ট্রপতি, ওয়াভেল রামকালাওান-কে রান-অফ ভোটে পরাজিত করেছেন। এই পর্যায়ে হারমিনী ৫২ দশমিক ৭ শতাংশ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী রামকালাওান ৪৭ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। ডঃ হারমিনী ইউনাইটেড সেশেলস পার্টির প্রতিনিধি হিসেবে জয় পেয়েছেন। গত মাসে সে দেশের সাধারণ নির্বাচনে এই দলটি আইন সভায় সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। এবারের নির্বাচনের আগে, হারমিনী ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইন সভার স্পিকার হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে তাঁকে কালা জাদুর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিলো।