ভারত, ব্রিটেনের ম্যাঞ্চেষ্টারে হিটন পার্কে গতকাল ইহুদিদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ইয়োম কিপ্পুর চলাকালীন সন্ত্রাসবাদী হামলার ঘটনার কড়া নিন্দা করেছে। বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে ব্রিটেনের এই শোকের সময় সে’দেশের মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে। মন্ত্রক, আন্তর্জাতিক অহিংস দিবসে এই বর্বোরোচিত আক্রমণের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করা হয়েছে। সন্ত্রাসবাদের অশুভ শক্তি বিশ্বকে যে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে, এই ঘটনা তা আরও একবার মনে করিয়ে দিয়েছে। এই শক্তিকে পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ পদক্ষেপ করার ওপর মন্ত্রক গুরুত্ব দিয়েছে।
বিদেশমন্ত্রক বলেছে, ভারতের চিন্তা এবং প্রার্থনা নিহতদের পরিবার এবং ম্যাঞ্চেস্টারের মানুষের সঙ্গে রয়েছে।